প্রসূতির মৃত্যু : ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

নড়াইলের কালিয়ায় অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত দল ক্লিনিকটির বিভিন্ন অনিয়ম, নার্স ও ডিউটি ডাক্তার না থাকা এবং অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায় এই পদক্ষেপ নেয়।
গত বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার (১৯) জমজ সন্তানের সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিকে ভর্তি হন। অপারেশনের মাধ্যমে তিনি জমজ সন্তানের জন্ম দিলেও এর পরপরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীন তড়িঘড়ি করে তাকে খুলনার একটি হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই লাবনীর মৃত্যু হয় বলে ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
নিহত লাবনীর দেবর মো. আসলাম অভিযোগ করে বলেন, কোনো এনেসথেসিয়া সার্জনের উপস্থিতি ছাড়াই অপারেশন করার কারণে তার ভাবীর মৃত্যু হয়েছে। এছাড়া, নবজাতক দুটি সন্তান এখন অসুস্থ অবস্থায় খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে আসলাম জানান, তার ভাই এবং মা-বাবা নবজাতকদের চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করায় তারা ফিরলে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে খাদিজা সেবা ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীনের বক্তব্য জানতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মামলা-হামলার হুমকি দেন।
নড়াইল জেলা সিভিল সার্জন ডা. আ. রশিদ বলেন, অভিযোগের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ একটি তদন্ত দল পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে একটি তদন্ত টিম গঠন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও অপচিকিৎসা, নিম্নমানের সেবা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের জন্য ভ্রাম্যমান আদালত খাদিজা সেবা ক্লিনিককে বেশ কয়েকবার জেল-জরিমানা করেছে। একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও ক্লিনিকটি এখনও বহাল তবিয়তে চলছিল।