গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার বর্নি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রোমেচা বেগম (৬৫) বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দারের ফুফু। তাঁর বাড়ি বর্নি গ্রামের বিশ্বাসপাড়ায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক এনটিভি অনলাইনকে জানান, দীর্ঘদিন ধরেই খালিদ হোসেন জমাদ্দার ও সাজ্জাদ করিম মন্টুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আজ বিকেলে ইউনিয়ন কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে খালিদ হোসেনকে সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর লোকজন লাঞ্ছিত করে।
খালেদের ফুফু রোমেচা বেগম প্রতিবাদ করলে সাজ্জাদ করিম মন্টুর সমর্থকরা তাঁর বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা রোমেচা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। হামলায় তাঁর ছেলেবউ লিমা বেগমও (৩৫) আহত হন। পরে রোমেচাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রোমেচা মারা যান।
এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর করে।