মেহেরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

মেহেরপুরে গ্রামবাসীর গণপিটুনিতে ইজারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার আশরাফপুর গ্রামে চালতাপাড়ায় এ ঘটনা ঘটে।
ইজারুলের বাড়ি একই উপজেলার ভবনন্দপুর গ্রামে। পুলিশের দাবি, নিহত ইজারুল ইসলাম ডাকাত দলের সর্দার, তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, রোববার রাতে আশরাফপুর গ্রামের চালতাপাড়ায় সৌদিপ্রবাসী মিন্টু শেখের বাড়িতে ১৪-১৫ জনের ডাকাত দল হানা দেয়।
বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
ওসি আরো জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় মিন্টু শেখের স্ত্রীর হাতে ধরা পড়ে ডাকাত সর্দার ইজারুল। পরিবারের সদস্যদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা। পরে গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয় ইজারুল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
ইজারুলের নামে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির প্রায় ১৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি। তার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।
এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু শেখের ছেলে হারেজ (১৪) ও প্রতিবেশী রশিদ (৪২) আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। ডাকাত দল পালানোর সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।