মেহেরপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের সড়ক অবরোধ

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের পদত্যাগের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করেছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী অবরোধের সময় টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
urgentPhoto
দুপুর ১২টায় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণের সময় অতিরিক্ত অর্থ নেওয়াসহ কলেজে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে সড়ক অবরোধ করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিক্ষোভ-অবরোধের খবর পেয়ে সদর থানার পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।