রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমারা নামক স্থানে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গতকাল সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন গান্ধিমারা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান, পুলিশ কনস্টেবল মিজানুর রহমান, আবদুস সালাম ও জাহের। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গান্ধীমারা হাইওয়ে থানার এসআই জহির জানান, রাতে প্যাট্রল ডিউটি করার সময় ঘন কুয়াশার কারণে দূরের কোনো কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।