আশুগঞ্জে নতুন ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/23/photo-1450874047.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ বুধবার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সাউথ ইউনিটের এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১২ সালে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাজটি পায় স্পেনের টিএসকে ইন ইলেকট্রা লিমিটেড। ২০১৩ সালের ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটের নির্মাণকাজ উদ্বোধন করেন। দুই বছর ১০ মাস নির্মাণকাজ শেষ করে সকাল ১১টায় পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় ইউনিটটি।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পেরেছি। এ ইউনিটের উৎপাদিত বিদ্যুতের ফলে দেশে লোডশেডিং কমে আসবে।’ এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান আরো জানান, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিটে অর্থায়ন করেছে বিশ্বব্যাংকের কমার্শিয়াল ইউনিট মিগা (বহুমুখী বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা) ঋণ দিয়েছে ১৮ কোটি চার লাখ মার্কিন ডলার, জার্মানির প্রতিষ্ঠান হারমিৎস ১০ কোটি এক লাখ ডলার, বেলজিয়ামের প্রতিষ্ঠান ওএনডিবি সাত কোটি পাঁচ লাখ ডলার ও স্পেনের প্রতিষ্ঠান সিইএফসিই ছয় কোটি ডলার। আগামী ১০ বছরে পাঁচ শতাংশ সুদসহ মোট টাকা পরিশোধ করতে হবে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কোম্পানিকে।
আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সামাদ বলেন, ‘সাউথ ইউনিটের নির্মাণকাজ যথাসময়ে শেষ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। এটি ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকে ইন ইলেকট্রা লিমিটেড এবং আমাদের টিম ২৪ ঘণ্টা বিরামহীন কাজ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ সকালে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছি।’
আবদুস সামাদ বলেন, ‘আগামী এক মাসের মধ্যে আমরা ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারব আশা করছি। এক মাসের মধ্যে ৩৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।’
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে এ মুহূর্তে ১৪টি ইউনিট থেকে উৎপাদিত প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হয়।