চট্টগ্রামে জ্বালানি তেল কম দেওয়ায় জরিমানা

চট্টগ্রামে জ্বালানি তেল কম দেওয়ার দায়ে দুটি ফিলিং স্টেশনকে দুই লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার নগরীর খুলশী, লালখান বাজার ও অলংকার এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে নগরীর খুলশী এলাকার শাহ আমিন ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রেতারা ১০ লিটার অকটেন কিনে ১৪০ গ্রাম কম পান। ওজনে কম দিয়ে বেশি অর্থ আদায়ের দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
একই অভিযোগে নগরীর লালখান বাজারে এস এইচ খান ফিলিং স্টেশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, জ্বালানি তেল বিক্রেতা ফিলিং স্টেশনগুলো দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে তেল বিক্র করছে। এবার প্রতিটি ফিলিং স্টেশনকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।