নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/26/photo-1451150984.jpg)
আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় দলটির মেয়র পদপ্রার্থী তারিক আবুল আলা চৌধুরী।
আজ শনিবার বিকেল ৪টায় উলিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারিক আবুল আলা চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমার সমর্থকদের প্রতিনিয়ত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।’
তারিক আবুল আলা চৌধুরী আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার করে বেড়াচ্ছেন একটি ভোট পেলেও তাদের প্রার্থী মেয়র নির্বাচিত হবেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানাই।’
পাশাপাশি বিএনপির এ মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সেনা মোতায়েনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার রাতে উলিপুর পৌরসভার বকুলতলা আওয়ামী লীগ কার্যালয় ও খালিভিটা গ্রামের বিএনপি সমর্থিত এক কর্মীর দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলামসহ আটজনের নামে মামলা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।