গাংনীতে বিএনপি প্রার্থীর পক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের সভা

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
আজ শনিবার দুপুরে বিএনপির মেয়র পদপ্রার্থী ইনসারুল হকের নির্বাচনী কার্যালয়ে কর্মিসভা ও বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভায় নেতারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী ফোরামের দলনেতা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী ইনসারুল হকের পক্ষে পথসভা করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ। ছবি : এনটিভি