মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগ নেতার মতবিনিময়

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেছেন।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের একটা সুসম্পর্ক সব সময় ছিল এবং এখনো আছে। সাংবাদিকদের সহযোগিতায় রাজনীতিবিদরা দেশের জন্য অনেক কিছু করেন। বাংলাদেশের সব সংকটকালে এই দেশের ছাত্রসমাজ, বিশেষ করে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে সারা দেশে ছাত্রলীগ অনেক ভালো কাজ করছে। সেই ভালো কাজগুলো তুলে ধরে, ভুলত্রুটিগুলো শুধরিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাকির হোসাইন বলেন, ‘আমি আপনাদের সন্তান, আমার ভুলত্রুটি স্বাভাবিক। আমাদের কাজের পরিধি ব্যাপক থাকার কারণে অনেক জায়গায় অনিচ্ছা সত্ত্বেও অনেক ভুল হয়। আপনারা এগুলো গঠনমূলক আলোচনার মাধ্যমে শুধরিয়ে দেবেন। যেসব জেলা ও উপজেলায় মতবিরোধ রয়েছে, অচিরেই তার অবসান ঘটিয়ে সঠিক ছাত্র নেতৃত্ব গড়ে তোলা হবে।
মৌলভীবাজারের একজন সন্তান হিসেবে তিনি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক সরওয়ার আহমদ, সৈয়দ মহসীন পারভেজ, আকমল হোসেন নিপু, নুরুল ইসলাম শেফুল, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সালেহ এলাহী কুটি, শাহ অলিদুর রহমান, নুরুল ইসলাম, ফেরদৌস আহমদ, আজাদুর রহমান, এম এ মুহিত, মাসুদ আহমদ, হাসানাত কামাল, মু. ইমাদ উদ্দিন, হোসাইন আহমদ, স ই সরকার জবলু, পান্না দত্ত, শেখ সিরাজুল ইসলাম সিরাজসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও স্থানীয় মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ছামাদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।