কুড়িগ্রামে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/27/photo-1451223618.jpg)
জেলা শহরে স্কুলছাত্র খুন ও মোগলবাসা ইউনিয়নে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামবাসী। আজ রোববার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে তারা স্মারকলিপি প্রদান করে।
কুড়িগ্রাম শহরের সরদারপাড়া এলাকার অষ্টম শ্রেণির স্কুলছাত্র আলিফ আহম্মেদ স্বপ্নর খুনিদের ফাঁসির দাবিতে বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে মানববন্ধন পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
অন্যদিকে মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামের ব্যবসায়ী আক্তার হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ইউনিয়নের দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গত ২১ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের ব্যবসায়ী সুলতান আহম্মেদের একমাত্র ছেলে ও কালেক্টরেট স্কুলের ছাত্র আলিফ আহম্মেদ স্বপ্ন (১৪) নিখোঁজ হয়। নিখোঁজের চতুর্থ দিনে ২৪ ডিসেম্বর তার গলিত লাশ শহরের ভেলাকোপা এলাকার হানাগড়পাড়ার একটি বাড়ির শৌচাগারের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক কুড়িগ্রাম সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স মোর্শেদা বেগম ও তার ছেলে রিফাতসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মা ও ছেলে স্বপ্নকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা গ্রামে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী আকতার হোসেন (৪০) নিহত হন। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন।