বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

দেশের বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে গতকাল রোববার (১১ মে) বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষকদের এক মিলনমেলায় এই কমিটি গঠন করা হয়।
এতে বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ব্যাচের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় ৫১ সদস্য বিশিষ্ট বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকার প্রধান শিক্ষক (৩৪তম ব্যাচ) মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা আনছার মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৪০তম ব্যাচ) ছোটন চন্দ্র রায়।
এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৪০তম ব্যাচ) সোহাগ সিদ্দিকী। ১নং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৩৪তম ব্যাচ) রায়হান আহমেদ।
১নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার সাভার উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৩৪তম ব্যাচ) মো. কামরুল ইসলাম রাশেদ।
আগামী ৩ বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হয়। বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের আন্তঃসম্পর্ক বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, সার্ভিস সংক্রান্ত বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এই সমিতি প্রতিশ্রুতিবদ্ধ বলে নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।