গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে আজ সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশের কনস্টেবল ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ বিকেলে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর সিটি করপোরেশনের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। আহত হয় একই পরিবারের তিনজন ও পুলিশের এক কনস্টেবল। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার মৃত গেল্লা সরকারের ছেলে শহীদুল (৫০)। স্থানীয় লোকজন গুরুতর আহত শ্রীপুর উপজেলার প্রহলাদপুর এলাকার মো. শাহজাহানের স্ত্রী জোসনা আক্তার (৪০), তাঁদের ছেলে মিরাজ (২০) ও মিনহাজ (১২) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের কনস্টেবল (ড্রাইভার) মো. আজহারকে (৫০) উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চান্দনা চৌরাস্তা এলাকায় ভাইয়ের বাড়ি বেড়ানো শেষে জোসনা দুই সন্তানকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পুলিশ বাসটি আটক করেছে।
এদিকে, একইদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সড়কের শ্রীফলতলী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক সাইদুল ইসলাম (৩২) নিহত হন এবং ভ্যান আরোহী আবদুল মান্নান (৩০) ও বছির উদ্দিন (৫৫) আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাইদুল জামালপুর সদর উপজেলার খামারপাড়া এলাকার শাহ আলমের ছেলে। আহত দুজন সম্পর্কে জামাই-শ্বশুড় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।