জামালপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান মোখলেছকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এনটিভিকে জানান, মোখলেছুর রহমানের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।