‘পাগলার মেলা'য় পাগল নাই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/02/photo-1451679863.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দরগাহপাড়ায় বাঘা চানের মাজারে প্রতি বছর পৌষ মাসের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত বার্ষিক এ মেলা বসে। মেলায় সন্ধ্যা থেকে শুরু করে শেষরাত অবধি চলে মুর্শিদী ও মারফতি গান। বিভিন্ন এলাকা থেকে ফকির-পাগলারা আসেন বলেই এই মেলার নাম 'পাগলার মেলা'।
কিন্তু এখন এই মেলায় পাগলের দেখা মেলে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় একটি চক্রের নেতৃত্বে বসানো হয়েছে জুয়ার আসর।
বাঘা চান মাজারের খাদেম সৈয়দ আবুল হাসনাত জানান, স্থানীয় একটি অসাধু চক্র জুয়ার আসর বসিয়ে ওরশ উদযাপনকে ম্লান করে দিচ্ছে। জুয়া বোর্ডের সঙ্গে প্রভাবশালীরা জড়িত বলে মাজার সংশ্লিষ্টরা এ ব্যাপারে মুখ খোলার সাহস পাচ্ছে না।
হাসনাত অভিযোগ করেন, মাজারের অদূরে পুলিশ ফাঁড়ি থাকলেও তারা কার্যত কোনো ব্যবস্থা নেয় না। তিনি জানান, ওরশে এখন আর দূর-দূরান্তের পাগলারা আসেন না। পাগলাদের বেশির ভাগই মারা গেছেন বলে জানালেন তিনি।
শুক্রবার রাতে মেলায় ঢুকতেই দেখা গেল, রাস্তার ওপর বোর্ড বসিয়ে বাতি জ্বালিয়ে জুয়া খেলা হচ্ছে।
এক যুবক বলে উঠলেন, ‘নিচে পঞ্চাশ, ওপরে ৩০০।’ এর মানে জানতে চাইলে তিনি বলেন, সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত দান ধরা যাবে।
যুবক আরো বলেন, ‘পুলিশ-ডিবির লগে চুক্তি করা আছে, হেরা আইব না। এ ছাড়া এলাকার বেশ কজন ক্ষমতাশালী লোককে জুয়া বোর্ড থেকে চাঁদা দেওয়া অয়।’
মেলায় ঘুরতে আসা মধ্যবয়সী স্থানীয় যুবক আকিজ উদ্দিন জানান, ছোট বেলায় পাগলাদের দেখতে তারা মেলায় আসতেন। নানা চেহারা-বর্ণের পাগল আসতেন এই মেলায়। কিন্তু এখন আর আগের মতো পাগলরা আসেন না।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে খবর পেয়ে মেলায় গিয়েছিলাম, কাউকে পাইনি। জুয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। মেলার নামে জুয়া খেলতে দেওয়া হবে না।’
এদিকে গত বৃহস্পতিবার শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। বিশাল এলাকাজুড়ে মেলায় নানা পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে মেলা চলে গভীর রাত পর্যন্ত। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয় মেলা। মুর্শিদী, মারফতি গানে ভক্তরা ডুবে যায় ভাব-সাগরে। পাশেই বাঘা চানের মাজার, এই মাজার ঘিরেই ভক্তদের এত উৎসাহ উদ্দীপনা।