ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত মেলার উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/03/photo-1451814040.jpg)
বাংলা ভাষার কালজয়ী, অমর কথাশিল্পী ও ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের ১০১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অদ্বৈত মেলা।
শনিবার দুপুরে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে স্থানীয় ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা ভাইস চেয়ারম্যন অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠন পরিচালক বাচিকশিল্পী মনির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, তিতাস পাড়ের মালোপাড়ার কবি অদ্বৈত মল্লবর্মণের রচনা বিশ্বজয় করেছে। অত্যন্ত বড় মাপের অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। শ্রেণিবৈষম্যে বিশ্বাস না করা এই সাংবাদিক, কথাসাহিত্যিক ও উপন্যাসিকের সৃষ্টিশীল কাজ কালকে অতিক্রম করেছে।
মেলায় নয়টি স্টল খোলা হয়। পরে প্রধান অতিথি মেলা প্রাঙ্গণের লোক উপাদান সামগ্রীসহ পুস্তক, পিঠাপুলি ও খেলনার স্টল ঘুরে দেখেন।