গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার ঢাকা-রাজশাহী রেলপথের গাজীপুর সিটি করপোরেশনের দেশিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া সাংবাদিকদের জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবকের পরনে গ্যাবার্ডিন প্যান্ট ও নেভি-ব্লু রঙের জিন্সের জ্যাকেট ছিল।