ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আশুগঞ্জে র্যালি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/05/photo-1451987835.jpg)
সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি আশুগঞ্জ উপজেলা শ্রমকল্যাণ কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমকল্যাণ কেন্দ্রে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে শ্রমকল্যাণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা সজিবুর রহমান, মঈন সিকদার, চরচারতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমন সরকার, ছাত্রলীগ নেতা কায়সার আহমেদ, রাজু আহমেদ, চঞ্চল মুন্সী, দিদার আহমেদ, রাফি আহমেদ প্রমুখ।