কারাগারে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিসহ দুজনের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিসহ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি মারা গেছেন। তাঁরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. জিন্নাত আলী ওরফে জিন্নাত (৬২) ও চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল গফুর (৪৫)।
হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, সোমবার মধ্যরাতে বুকে ব্যথা হলে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. জিন্নাত আলীকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি প্রায় পাঁচ মাস ধরে এ কারাগারে ছিলেন। আদালতে তাঁর মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে, চট্টগ্রামের বাঁশখালী থানার স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একই কারাগারের বন্দি আবদুল গফুর একই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন। স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার বলেন, তাঁদের দুজনকেই মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।