স্থগিত চার কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা
জামালপুর সদর পৌরসভার স্থগিত থাকা তিনটি কেন্দ্র ও সরিষাবাড়ী পৌরসভার একটি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাতে এই ফল ঘোষণা করা হয়।
বেসরকারি ফল অনুযায়ী, জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জামাল পাশা, ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফজলুল হক আকন্দ, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ফারহানা দিবা রানী, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে রাকিব হোসেন রাজু ও সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সরিষাবাড়ীর একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলে দেখা যায়, ৭ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রের বেসরকারি ফলে কাউন্সিলর পদে আফসার উদ্দিন ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রেনু আক্তার ফরিদ নির্বাচিত হয়েছেন।
ভোটের ব্যবধান বেশি থাকায় গত ৩০ ডিসেম্বর জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সরিষাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রুকুনুজ্জামানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জামালপুর সদরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সরিষাবাড়ী পৌরসভার বাঙ্গালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়।
৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে এসব ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়।