ছয় বছরের শিশুকে ধর্ষণ করলেন ৬২ বছরের দাদা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/15/photo-1452866934.jpg)
একেই বোধহয় বলে বিকৃতির চূড়ান্ত সীমা। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে চার মাস ধরে ধর্ষণ করেছে তারই আপন দাদা (পিতামহ)। অভিযুক্ত ৬২ বছর বয়সী বৃদ্ধের নাম অরুণ সিনহা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
গাজিয়াবাদ পুলিশের কর্মকর্তা রাজওয়ান সিং জিনিউজকে জানান, পারিবারিক ধর্ষণের অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ রামপুরা এলাকায় যায়। কিন্তু সেখানে গিয়ে চমকে যায় পুলিশ। কারণ অভিযুক্ত অরুণ কুমার সিনহা সম্পর্কে শিশুটির দাদা!
রাজওয়ান সিং আরো জানান, নির্যাতিত শিশুটির বাবা নেই। আর তার মা বাইরে কাজ করেন। শিশুটি বাড়িতে বৃদ্ধ দাদার কাছে থাকত। আর সেই সুযোগেই পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেন অরুণ।
এই ঘটনা জানাজানি হতে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দিতেই রাজি ছিলেন না স্থানীয় বাসিন্দারা। এমন ঘৃণ্য কাজের শাস্তি তাঁরাই দেবেন বলে দাবি করেন। পরে পুলিশ ওই অভিযুক্তকে থানায় নিয়ে আসে বলে জানিয়েছেন গাজিয়াবাদ পুলিশের কর্মকর্তা রাজওয়ান সিং।