কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/16/photo-1452950152.jpg)
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজার নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ শনিবার দুপুরে পার্বতীপুর থেকে চিলমারী যাওয়ার পথে একটি ট্রেন আমিন বাজার এলাকায় এলে বাড়ির পাশের রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম আমিন বাজার এলাকার আবদুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, নিহত রফিকুল ইসলাম মানসিক রোগী। বাড়ির পাশের রেললাইন পার হতে গেলে এ ঘটনা ঘটে।