শ্রীপুরের সুতা কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জৈনা বাজার এলাকায় ওয়াশিং স্পিনিং মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক জিহাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানা থেকে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া বের হতে থাকে। এ সময় শ্রমিকরা কারখানা থেকে ছুটোছুটি করে বেরিয়ে যায়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি বলেও জানান তিনি।