পৌর ভোট নিয়ে সুজন
নির্বাচনী ব্যবস্থার প্রতি অবিশ্বাস জন্মেছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/18/photo-1453108016.jpg)
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি : এনটিভি
সদ্য শেষ হওয়া পৌরসভার ভোট গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি অবিশ্বাস তৈরি করেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ কথা বলেন।
বদিউল আলম বলেন, ২০১৩ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার গুণগত মানে যে নিম্নমুখিতা দেখা দিয়েছে, সাম্প্রতিক পৌর নির্বাচনে সেই ধারাবাহিকতাই অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পৌর নির্বাচনের মাধ্যমে যাঁরা মেয়র হয়েছেন, তাঁদের প্রায় ৮০ শতাংশই ব্যবসায়ী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন।
গত ৩০ ডিসেম্বর সারা দেশে ২৩৪টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়।