স্থানীয় নির্বাচনের মান ‘জেনুইন’ হয়নি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/16/photo-1452921659.jpg)
বিধিবিধান নয়, নির্বাচনে গুণগত পরিবর্তন আনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
এনটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন সুজন সম্পাদক।
urgentPhoto
স্থানীয় নির্বাচনের মান ‘জেনুইন বা সঠিক হয়নি’ মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের যে ঐতিহ্য গড়ে উঠেছে গত কয়েকটি নির্বাচনের মাধ্যমে, কারচুপির নির্বাচনের যে ঐতিহ্য গড়ে উঠেছে, প্রশ্নবিদ্ধ নির্বাচনের যে ঐতিহ্য গড়ে উঠেছে, তার থেকে উত্তরণ ঘটেনি দুর্ভাগ্যবশত এ নির্বাচনে।’
‘১২ জানুয়ারি যে নির্বাচন হলো, কতগুলোতে তো, মাধবদিতে যে নির্বাচন হলো আমরা তো শুনেছি একটি প্রহসনের নির্বাচন’, যোগ করেন বদিউল আলম মজুমদার।
সুজন সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচণে গুণগত পরিবর্তন আনার জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা দরকার, নির্বাচন কমিশনের সক্ষমতা দরকার, নির্বাচন কশিনের সাহসিকতা দরকার।’
সম্প্রতি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয় পৌরসভা নির্বাচন। আসন্ন ইউনিয়ন পরিষদের (ই্উপি) নির্বাচনে চেয়ারম্যানের পদটিও দলীয় প্রতীকে রাখা হয়েছে।
আসন্ন এ ইউপি নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিধানের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সেগুলো হলো- চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর লাগবে না। ভোটের আগে মেম্বার পদপ্রার্থীর মৃত্যুতে নির্বাচন বন্ধ হবে না। সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীদের অবমানকর প্রতীকের পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ইউপি নির্বাচনে নতুন অন্তর্ভুক্ত ৪৫ লাখ নতুন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
পাঁচ জানুয়ারির সংসদ নির্বাচন থেকে দেশের নির্বাচনের গুণগত মানের যে অবনতি হয়েছে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সেই ধারাবাহিকতারই প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন সুজন সম্পাদক। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও তিনি একই আশঙ্কা করছেন।
তবে নির্বাচন কমিশন আশা করছে, ইউপি নির্বাচন পৌরনির্বাচনের চেয়ে ভালো হবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘কিছু কিছু জায়গায় হয়তো নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিল, তাদের হয়তো সম্পূর্ণ সহায়তা খুব একটা পাওয়া যায়নি, আমার মনে হয়। সে কারণে কিছু কিছু জায়গায় হয়তো নির্বাচনটা অতটা আমাদের মনমতো হয়নি। তবে সার্বিকভাবে সুন্দর নির্বাচন হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের হাতে তো নির্বাচনের পরিচালনাবিধি ও আচরণবিধি রয়েছে, সেভাবেই কাজ করব। যেকোনো আইনেই হঠাৎ করে যেকোনো ধরনের পরিবর্তন হলে কিছুটা অসুবিধা হয়। সেগুলো খুব একটা হবে বলে আমি মনে করি না।’
উল্লেখ্য, আগামী মার্চ থেকে কয়েকটি ধাপে দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।