গাজীপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি গাছ থেকে আজ সোমবার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি জলপাই গাছে আজ সকালে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এসআই নাজমুল জানান, পরনের লুঙ্গি দিয়ে গলায় পেঁচিয়ে যুবকটি গাছে ঝোলানো ছিল। তাঁর পরনে গোলাপি রঙের গেঞ্জি রয়েছে। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।