‘পরকীয়ার’ জের ধরে যুবলীগ নেতাকে হত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মহসিন জমাদ্দার নামের এক যুবলীগ নেতাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ মঙ্গলবার সকালে মাকসুদা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
নিহত মহসিন রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাতুরিয়ার নৈকাঠি গ্রামের মৃত মোতালেব জমাদ্দারের ছেলে।
রাজাপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে মহসিনের স্ত্রী মারা যান। তাঁর কোনো সন্তানও নেই। স্ত্রীর মৃত্যুর পর তিনি নৈকাঠি গ্রামের মাকসুদা বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়টি প্রকাশিত হলে মাকসুদার পরিবারে অশান্তি সৃষ্টি হয়। গতকাল সোমবার সন্ধ্যায় মহসিন মাকসুদার বাড়িতে যান। এর পর তিনি আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আজ সকাল ৮টার দিকে আমরা খবর পাই যে নৈকাঠি গ্রামের মাকসুদা বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জের ধরে তাঁর বসতঘরে মহসিন জমাদ্দার খুন হয়েছে। আমরা সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাকসুদা বেগমকে আটক করা হয়েছে।’
পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ জানান, নিহত মহসিনের গলায় ও হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত মহসিনের দুই ভাতিজা-ভাতিজি জানান, মাকসুদা বেগম, তাঁর মেয়ে ও মেয়ের জামাই পরিকল্পিতভাবে তাঁদের কাকা মহসিনকে ডেকে নিয়ে হত্যা করেছে।