‘উপজেলা দাও বন্দর দাও, নইলে মোদের কবর দাও’

চুয়াডাঙ্গার দর্শনাকে উপজেলা ঘোষণার দাবিতে আজ মঙ্গলবার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দর্শনা রেলগেট থেকে রামনগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সব পেশা ও শ্রেণির হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিকে দর্শনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়। এদের মধ্যে একটি ছিল দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার। তাদের ব্যানারে লেখা ছিল, ‘উপজেলা দাও বন্দর দাও, নইলে মোদের কবর দাও’। মানববন্ধনের সময় দর্শনাকে উপজেলার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
‘দর্শনা উপজেলা আন্দোলন’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান, সাংস্কৃতিককর্মী আনোয়ার হোসেন, ছাত্রসমাজের প্রতিনিধি আল আমীনসহ সুশীলসমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, দর্শনা ও আশপাশের ছয় ইউনিয়নকে নিয়ে উপজেলা বাস্তবায়নের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, নৈতিক কারণে সরকার শিগগিরই তাঁদের দাবি মেনে নেবে। মেনে না নিলে অবরোধ, অনশনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা হবে।