ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে, কনস্টেবল নিহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশভ্যান খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রফিক (৩৩) মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আজ বুধবার মহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন এনটিভি অনলাইনকে জানান, রাতে টহল দেওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে পুলিশভ্যানটি ধাক্কা দেয়। এ সময় পুলিশভ্যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রফিক নিহত হন।
দুর্ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি বলে জানান জয়নাল আবেদিন।