জামালপুরে রেলস্টেশন চালুর দাবিতে অবরোধ
জামালপুরের নরুন্দি রেলস্টেশন বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ শুক্রবার রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে এলাকাবাসী। এতে জামালপুর-ময়মনসিংহ রেলপথে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকা পড়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
লোকবলের অভাবের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার থেকে জামালপুরের নরুন্দি স্টেশনটি বন্ধ ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়লে আজ দুপুর ২টা থেকে এলাকার কয়েক হাজার বাসিন্দা নরুন্দি স্টেশনে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করে। বিক্ষোভকারীরা স্টেশন চালুর পাশাপাশি নরুন্দি স্টেশনে জামালপুর-ঢাকা পথে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতিরও দাবি জানান।
এদিকে অবরোধের মুখে জামালপুর-ময়মনসিংহ পথে সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকাগামী আন্তনগর তিস্তা, ঢাকাগামী কমিউটার, তারাকান্দিগামী আন্তনগর অগ্নিবীণা, বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন নরুন্দি ও জামালপুর স্টেশনে আটকা পড়লে সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালামের নেতৃত্বে একটি প্রশাসনিক দল আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিলে সন্ধ্যা ৬টার পর ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তারেক জানিয়েছেন, অবরোধের কারণে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তিনি জানান, নরুন্দি স্টেশনে আগের মতো সব কার্যক্রম অব্যাহত থাকবে এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে এই আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।