মিনার চৌধুরীর জামিন স্থগিতের মেয়াদ বাড়ল

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ আগামী ৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে ৫ মার্চ এক সপ্তাহের জন্য মিনারের জামিন আদেশ স্থগিত করেছিলেন আদালত।
আজ বৃহস্পতিবার সে সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে জামিন স্থগিতাদেশের মেয়াদ ৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন আপিল বিভাগ।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, একরাম হত্যায় প্রধান আসামি মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ ৫ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। এ মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় আবেদন করলে আদালত ৫ এপ্রিল পর্যন্ত জামিন স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেন।
এর আগে ২ মার্চ বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে একরাম হত্যা মামলায় জামিন দেন। একই সঙ্গে মিনারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সে আদেশের স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে আদালত শুনানি শেষে মিনারের জামিন স্থগিত করেন।
এর আগেও গত বছরের ১৫ জুলাই মিনার চৌধুরীকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে মিনারকে কেন স্থায়ীভাবে জামিন দেওয়া হবে না, সেই মর্মে রুলও জারি করেন আদালত। এর পর ১৭ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।
পরে ২০ জুলাই রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন এবং দুই সপ্তাহের মধ্যে মিনারকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। নির্দেশের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ মে একরামুল হক হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মাহতাব উদ্দিন মিনারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাহতাব উদ্দিন ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক।