নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৭

চলমান হরতাল-অবরোধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরে সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বিএনপির কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে গাংনী থেকে চারজন ও সদর উপজেলা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা বিএনপির কর্মী-সমর্থক। তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে একই ধরনের অভিযানে ১৫ জনকে আটক করা হয়।