নাটোরে শীতার্তদের মধ্যে পুলিশের কম্বল বিতরণ

নাটোরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের উদ্যোগে গতকাল শনিবার রাতে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
নাটোরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের উদ্যোগে দুই হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাতে শহরের তিনটি বস্তি, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ ফুটপাতে অবস্থানকারী ভাসমান মানুষদের মধ্যে এসব কম্বল বিতরণ করে পুলিশ বিভাগ।এ সময় পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।