সান্তাহারে যুবলীগ নেতাসহ ২ হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার সান্তাহারে যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ দুই শ্রমিক হত্যার প্রতিবাদে আজ রোববার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
বগুড়ার সান্তাহারে যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ দুই শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
আজ রোববার সকালে সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় প্রধান সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এ সময় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও নিহতের ছোট ভাই শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা। মানববন্ধনে শহরের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। তারা নিহত শফিকুল ও সোহাগের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের করে ফাঁসি দাবি করে।
গত ৮ জানুয়ারি সান্তাহারে দুটি পরিবহন সংগঠনের বিরোধের জের ধরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও শ্রমিক নেতা সোহাগ খুন হন।