শপথ নিয়ে ফেরার পথে কাউন্সিলর গ্রেপ্তার

শপথ শেষে বাড়ি ফেরার পথে ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৌরসভা নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর) ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগকর্মী আবু সাঈদ মোস্তফা কামালকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় গত ১২ জানুয়ারি রাতে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়। আহতের বড় ভাইয়ের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে নবনির্বাচিত কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাবলুসহ ২৩ জনকে আসামি করে মামলা করেন। লাবলু স্থানীয়ভাবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মামলা দায়েরের পর থেকে কাউন্সিলর লাবলু পলাতক ছিলেন। আজ বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। দুপুরে তিনি শপথ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ লাবলুকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, লাবলুকে বরিশাল থেকে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
শপথ শেষে বাড়ি ফেরার পথে আজ সোমবার ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি