পুলিশ তৎপর, তাই জঙ্গিবাদ মাথাচাড়া দেয়নি : প্রধানমন্ত্রী

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অন্য দেশের তুলনায় বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয় তাতে এই সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
urgentPhoto
আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ নিজের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া রাজারবাগের পুলিশ সদস্য এবং ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সব সংকটে পুলিশ বাহিনী প্রশংসনীয় অবদান রেখে গেলেও এই বাহিনীর ওপর বারবার আঘাত আসে। এজন্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনীকে সমর্থ করতে এর লোকবলসহ অন্য সুবিধা বাড়ানোর কথা জানান তিনি। এ সময় পুলিশ বাহিনীর উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা জানান তিনি। এই বাহিনীতে আরো ৫০ হাজার পদ সৃষ্টি করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা।
সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরো দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সারা বাংলাদেশের জরাজীর্ণ থানা ভবনগুলোর সংস্কার এবং প্রয়োজনীয় জনবল বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় এবং জানমাল রক্ষায় পুলিশ বাহিনী সদা সতর্ক বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৬ জন বীর সদস্য জীবন দিয়েছেন। যার মধ্যে ২১ জনই পুলিশ সদস্য। আমি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’ এই আত্মত্যাগকে বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া আজ যেসব সদস্য বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছেন তাঁদের অভিনন্দন জানান শেখ হাসিনা।