দলের কেউ প্রভাব খাটালে আমাকে জানাবেন : প্রধানমন্ত্রী

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। সে যতই প্রভাবশালী হোক। আমার দলেরও কেউ যদি এ রকম প্রভাব খাটাতে চায়, অবশ্যই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ urgentPhoto
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন আজ বুধবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার ও তদূর্ধ্ব কর্মকর্তারা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়ে তারা সে প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না।’
এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা পুলিশের জন্য পৃথক বিভাগ চালু করা, জঙ্গি দমনে বিশেষায়িত ইউনিট গঠন এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব অন্য কোনো বাহিনীকে না দিয়ে পুলিশকে দেওয়ার দাবি জানান।
এসব বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গুরুত্ব বিবেচনা করে যেটা ভালো হয় সরকার সেটাই করবে।’ তিনি আরো বলেন, ‘এতই যদি পারতেন, আমি যখন দিলাম, তাহলে তো এতদিনে নিরাপত্তা অনেক উন্নতমানের হয়ে যেত। তাহলে আমাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কিন্তু সেটা তো পারেননি, সেটা তো হয়নি এখনো। সে কারণেই আমাদের কে নতুনভাবে নিরাপত্তার ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। আমার নিরাপত্তা উপদেষ্টা, তাঁকেও দায়িত্ব দিয়েছি সবার সঙ্গে বসে, আলাপ-আলোচনা করে আন্তর্জাতিক চাহিদা মোতাবেক একটা নিরাপত্তা ব্যবস্থা এবং সেটা অতিদ্রুত করতে হবে।
আর কিছুটা দৃশ্যমানও করতে হবে।’ পুলিশের চেইন অব কমান্ডকে সমুন্নত রেখে কাজের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস।
আপনাদের কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্পূর্ণ হচ্ছে মানুষের ভেতরে বিশ্বাস, আস্থা সৃষ্টি করা। এখানে গেলে মানুষ নিরাপত্তা পাবে, ন্যায়বিচার পাবে সেদিকে লক্ষ রাখা।’
পুলিশ বাহিনীর জন্য নিজস্ব ব্যাংক স্থাপনের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ৪০০ কোটি টাকা জোগাড় করতে পারলে ব্যাংকের অনুমতি দেওয়া হবে।