চাঁদপুর জেলা আ. লীগের সভাপতি নাসির, সম্পাদক দুলাল

দীর্ঘ ১১ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আবু নঈম পাটওয়ারী দুলাল নির্বাচিত হয়েছেন।
বিকেলে সম্মেলনে নতুন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম। ২০০৫ সালের ২৬ এপ্রিল চাঁদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।