মেহেরপুরে গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে আজ বুধবার অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গর্ভবতী ও শিশুস্বাস্থ্য বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপপরিচালক সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সাবেক উপপরিচালক ডা. আবুল বাশার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া প্রডাকশনের ব্যবস্থাপক রুস্তুম আলী।
দিনব্যাপী কর্মশালায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।