স্থাপনা ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/28/photo-1453971676.jpg)
এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ বিভিন্ন স্থাপনা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ডের আয়োজনে এই মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মো. রতন, মুক্তিযোদ্ধা ফিরোজ রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামিসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না, তারাই সেদিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অবিলম্বে এ তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
হাফেজ মাসুদুর রহমান (১৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সদর মডেল থানায় অজ্ঞাত কয়েক হাজার মানুষকে আসামি করে ১২টি মামলা দায়ের করা হয়েছে।