যশোরে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন শুরু

যশোরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন। ছবি : এনটিভি
যশোরে শুরু হয়েছে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ফাস্ট বোলার বাছাইয়ের এ প্রক্রিয়া শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত।
পেসার হান্ট টিমের সদস্য বাংলাদেশ জাতীয় টি২০ দলের অধিনায়ক জাহানারা আলম বলেছেন, ‘পেসার হান্ট বর্তমান সময়ে খুবই দরকার ছিল। প্রতিটি জেলা থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। কোথাও কোথাও হাজারের বেশি খেলোয়াড় অংশ নিতে আসছেন।’
জাহানারা আলম আরো বলেন, ‘এরই মধ্যে ১৩১, ১৩২, ১৩৩ স্পিডের ফাস্ট বোলার আমরা পেয়েছি। বিসিবির এই উদ্যোগের ফলে বেশ কিছু গতিময় ফাস্ট বোলার বেরিয়ে আসবে।’