আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছিল আইপিএল। গত ৯ মে স্থগিত করা হয় বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। শঙ্কা কাটিয়ে আইপিএলও তাই মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৭ মে থেকে।
এক বিবৃতিতে সোমবার (১২ মে) বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
১৭ মে শুরু হয়ে আসর চলবে ৩ জুন পর্যন্ত। আইপিএলে বাকি আছে ১৭টি ম্যাচ। গ্রুপ পর্বের ১৩ ম্যাচ এবং প্লে অফের চার ম্যাচ (ফাইনালসহ)। খেলা অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর ও আহমেদাবাদে গ্রুপ পর্বের ১৩টি ম্যাচ আয়োজিত হবে।
বিবৃতিতে অবশ্য প্লে-অফের ভেন্যুর কথা জানায়নি বিসিসিআই। তবে, প্লে-অফের তারিখ জানিয়েছে তারা। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল লড়বে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর ফাইনাল।
আগামী ১৭ মে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পুণরায় শুরু হবে আসর। নিরাপত্তা ইস্যুতে গত ৮ মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। ২৪ মে জয়পুরে ম্যাচটি আবারও হবে বলে জানিয়েছে বিসিসিআই।
ভারত সরকার, দলগুলোর মালিক, প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বোর্ডের পক্ষ থেকে।