গ্যাস নেই ঢাকা-চট্টগ্রামে, হরিলুট ব্রাহ্মণবাড়িয়ায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/29/photo-1454053220.jpg)
কয়েক দিন ধরে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে চলছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের অভাবে আবাসিক এলাকা ও গ্যাস স্টেশনগুলো পড়েছে চরম বিপাকে। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ায়।
অবৈধ গ্যাস সংযোগের যেন হিড়িক পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ এলাকার প্রায় ১০ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেন।
গ্রাহকদের অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একশ্রেণির অসাধু কর্মকর্তা এই কাজ করছেন। তাই প্রশাসনের অভিযান সত্ত্বেও কোনোভাবে বন্ধ হচ্ছে না অবৈধ সংযোগ।
ব্রাহ্মণবাড়িয়া শহর, চণ্ডারখীল, সুহিলপুরসহ আশপাশের এলাকায় মাটির নিচে অবৈধ পাইপলাইন স্থাপন করে কয়েক হাজার গ্রাহককে গ্যাসের সংযোগ দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, বৈধ সংযোগের জন্য যেখানে আবাসিক গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয় হাজার টাকা, সেখানে সংশ্লিষ্ট বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ৫০ থেকে এক লাখ টাকা।
তবে গ্রাহকদের এসব অভিযোগ অস্বীকার করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।
বিস্তারিত দেখুন শিহাব উদ্দিন বিপুর ভিডিও প্রতিবেদনে :