‘তোর কি জীবনের দয়ামায়া নাই?’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতিকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রলীগ নেতা।
হুমকি পাওয়া ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি গত বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আক্কাছ আলীকে পুলিশে দেন। পরে আদালত আক্কাস আলীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আক্কাস আলী ২০১৫-১৬ সেশনের এ ইউনিটের মৌখিক পরীক্ষা দিতে রাবিতে এলে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম জিডিতে উল্লেখ করেন, ‘গতকাল শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। এ সময় আমার নাম উচ্চারণ করে আমাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আমাকে খুন-জখমের হুমকি দেয়।’
আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, “গত বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিবিরকর্মীকে পুলিশের কাছে সোপর্দ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। ফোন করে প্রথমেই ওপর প্রান্ত থেকে আমার নাম ধরে বলে, ‘তোর কি জীবনের দয়ামায়া নাই? তুই কি হলের বাইরে বের হবি না? বঙ্গবন্ধু হলের সভাপতি হয়ে তুই কী হয়ে গেছিস, আমাদের ছেলেকে পুলিশে দিস!’ আমি তাঁর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমার পরিচয় জানা লাগবে না।”
নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হুমকির ঘটনায় আজ দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’