রাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় মেসের একটি কক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ছাত্রের নাম সুব্রত কুমার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষে পড়তেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়ার দ্বিজেন্দ্রনাথের ছেলে।
নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, ‘আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া করা মেসের নিজ কক্ষে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন সুব্রত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাঁর আত্মীয়স্বজনরা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।’
সেলিম বাদশা আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ এখন রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’