টঙ্গীতে এসএসসির প্রবেশপত্র না পেয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

এসএসসি ও সমমানের পরীক্ষার আর মাত্র একদিন বাকি। কিন্তু মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের ১৪৩ জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পায়নি। এরই প্রতিবাদে আজ শনিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেট এলাকার এই বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কয়েকজন জানায়, ১৪৩ জন এসএসসি পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য কর্তৃপক্ষের কাছে টাকা জমা দেয়। এরপর পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করার কথা ছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ না করে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করে। আগামী ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু। আজও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যায় জড়ো হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। একপর্যায়ে কিছুসংখ্যক বিক্ষুব্ধ শিক্ষার্থী বিদ্যালয়ের চেয়ার, টেবিল, দরজা এবং বেঞ্চ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মিয়া জানান, ‘ছাত্রদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’