জামিন পেয়েছেন এম কে আনোয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। পুরোনো ছবি
নাশকতার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক তিন বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে এম কে আনোয়ারের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনে চেয়ে চার মামলায় শুনানি করেন। শুনানি পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন, এস এম মাসুদ জামান ও মাহবুবুর রহমান এ জামিনের আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর মুগদা থানার দুটি এবং ওয়ারী ও বাড্ডা থানার একটি করে দুটি মামলায় এম কে আনোয়ারের জামিন মঞ্জুর করা হয়েছে।
২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলাগুলো করা হয়।