উত্ত্যক্ত করার সময় বখাটেকে ধরে পুলিশে সোপর্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/01/photo-1454267009.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় উত্ত্যক্ত করার সময় রোববার দুপুর ১টায় জাহাঙ্গীর (২৩) নামের এক বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর মা বলেন, ‘স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে প্রায় আড়াই মাস ধরে বখাটে জাহাঙ্গীর বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে আসছে। তার বাবার কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই রোববার সকাল থেকে বিদ্যালয়ের সামনে ওত পেতে থাকি। দুপুর ১টায় টিফিনের সময় মেয়েরা গেটের বাইরে এলে জাহাঙ্গীর আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। তাৎক্ষণিকভাবে আমি নিজে ও আরো কয়েকজন নিয়ে জাহাঙ্গীরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করি।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘বখাটে জাহাঙ্গীরকে পুলিশের সোপর্দ করেছে লোকজন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
জাহাঙ্গীর আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে।