কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৬০ হাজার ৮৭৩ জন। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৬৫৭ জন।
আজ সোমবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার এক হাজার ৬৭১টি প্রতিষ্ঠান থেকে ২৩৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
পরীক্ষায় ৭৩ হাজার ৬৭১ ছাত্র ও ৮৭ হাজার ২০২ জন ছাত্রী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪১ হাজার দুজন, মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ২২৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৭ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগে ছাত্র ২১ হাজার ৭৯৩ ও ছাত্রী ১৯ হাজার ২০৯ জন, মানবিক বিভাগে ছাত্র নয় হাজার ১৪৬ জন আর ছাত্রী ৩৩ হাজার ৮০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ৪২ হাজার ৭৩২ জন আর ছাত্রী ৩৪ হাজার ৯১৩ জন রয়েছে।