রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তার সন্ধান চেয়ে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও এক্সিম ব্যাংকের বরখাস্ত কর্মকর্তা এ আর এম আখতারুজ্জামানকে (কচি) অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। তাঁকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন রাবি ফাইন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুরে রাজশাহীর নিউমার্কেট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যুবক আখতারুজ্জামানকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় আখতারুজ্জামানের বাবা আফসার উদ্দিন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মজীবনে আখতারুজ্জামান একজন সফল ব্যাংক কর্মকর্তা ছিলেন। গণতান্ত্রিক দেশে প্রকাশ্য দিবালোকে একজন ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে গেল, অথচ অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও তাঁকে উদ্ধারে কোনো অগ্রগতি নেই। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আব্দুল মজিদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও আখতারুজ্জামানের স্ত্রী শামীমা জাহান।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বলেন, ‘অপহরণের ঘটনায় এখন পর্যন্ত আমাদের তেমন কোনো অগ্রগতি নেই। তবে আমরা আখতারুজ্জামানকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’